প্রকাশ: ৯ জুলাই ২০২০, ১৮:২৮
বরিশালে সড়ক দুর্ঘটনায় হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান সিকদার (৫০) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
অবস্থার অবনতি হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।