প্রকাশ: ৮ জুলাই ২০২০, ৫:৩৪
টাঙ্গাইল সদরের বৈদ্যুতিক কাঠের খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁচবিক্রম হাটি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান,
টাঙ্গাইল সদর উপজেলার পাঁচবিক্রম হাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রাখা বৈদ্যুতিক কাঠের খুঁটিতে আগুন লাগার সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে কাজ করে। কি কারণে খুঁটিগুলোতে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানা যায়নি। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে বৈদ্যুতিক কাঠের খুঁটি পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।