প্রকাশ: ৮ জুলাই ২০২০, ১৯:২৪
করোনাভাইরাস(কোভিড-১৯)’র কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা/কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান,
অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এসময় বক্তারা বর্তমান কঠিন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং উপজেলা পর্যায়ে একটি পরিবার হিসেবে সম্মিলিতভাবে আগামী দিনগুলোতে জনগনের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।উল্লেখ্য, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও উখিয়া থানা পুলিশকে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।