বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক নেপালি (বিদেশি) ছাত্রের করোনা শনাক্ত হয়েছে। ওই শিক্ষার্থী বশেমুরবিপ্রবির লাইভস্টক ও ভেটেরিনারি মেডিসিন বিভাগে পড়ালেখা করছে।বর্তমানে করোনা আক্রান্ত ওই শিক্ষার্থীকে এখন অত্র বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে। গোপালগঞ্জ জেলার সিভিল সার্জনের পরামর্শ ও তত্ত্বাবধানে আছে সে।
বশেমুরবিপ্রবিতে আটকে পড়া নেপালের ৩০ জন শিক্ষার্থী নেপালে ফেরার জন্য ঢাকায় করোনা পরীক্ষা করালে তাদের মধ্যে একজন করোনা শনাক্ত হয়, তবে তার শরীরে কোন করোনা উপসর্গ নেই।গতকাল ২০ জুন, শনিবার সকাল ১১:৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে নেপালের রাজধানী কাঠমুন্ডে ফিরে যেতে পারেনি করোনা আক্রান্ত ওই শিক্ষার্থী। সেইসাথে আরো এক শিক্ষার্থী তার ব্যক্তিগত কারণে ফিরতে পারেনি।তবে বশেমুরবিপ্রবির বাকি ২৮ জন নেপালি শিক্ষার্থী নেপালে ফিরে গেছে। দীর্ঘদিন করোনার জন্য বশেমুরবিপ্রবি ক্যাম্পাসের হলে অবস্থান করছিল এ ৩০ জন নেপালি শিক্ষার্থী।