প্রকাশ: ২০ জুন ২০২০, ২৩:১৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা নিজ জন্মভূমিতে স্ত্রীর কবরের মধ্যেই দাফন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক কামাল লোহানীকে। শনিবার (২০ জুন) রাত পৌনে দশটায় তাকে সোনতলা কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান এবং তার কফিনে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
কামাল লোহানীর ভাতিজা আকিব লোহানী জানান, রাত নয়টার দিকে মরদেহ ঢাকা থেকে উল্লাপাড়া সোনতলা এসে পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর কামাল লোহানীর স্বজন ও ভক্তরা কান্না ভেঙ্গে পড়েন। পরিবারের একমাত্র অভিভাবকে হারিয়ে পরিবারের সকলেই শোকে স্তব্ধ হয়ে পড়েন। রাত সাড়ে নয়টার দিকে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাযা শেষে কামাল লোহানীকে তার সহধর্মিনী দিপ্তী লোহানীর কবরের মধ্যেই দাফন করা হয়।