প্রকাশ: ২০ জুন ২০২০, ১৮:১৪
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিভিন্ন ওজনের ২৬ টি বোয়াল মাছ। বোয়াল মাছ গুলোর মধ্যে ১২ টির ওজন ১৫-২০কেজি করে এবং বাকি গুলোর ওজন ৮-১২ কেজি করে।শনিবার (২০ জুন) সকালে উপজেলার কালিপুর এলাকায় মাছ ধরার সময় স্থানীয়দের জালে এই বোয়াল মাছ গুলো ধরা পরে।
তারা কাঁধে করে মাছগুলো বাড়িতে নিয়ে আসে। সকালে বড় আকারের এতো গুলো বোয়াল মাছ আসার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। ইদানিং বড় আকারের মাছ সব সময় পাওয়া যায় না। মাছ গুলো দেখে অনেকেই দরদাম করতে থাকেন। কিন্তু মাছ গুলো বিক্রি না করে ভাগ বাটোয়ার করে নেওয়া হয়।