গৌরনদী২৪ ডটকম ও রিপোর্টার্স ইউনিটিতে কম্পিউটর প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৯শে জুন ২০২০ ১০:৪৮ অপরাহ্ন
গৌরনদী২৪ ডটকম ও রিপোর্টার্স ইউনিটিতে কম্পিউটর প্রদান

গৌরনদী  প্রতিনিধি ।।জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকম ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের জন্য যৌথভাবে একটি কম্পিউটর প্রদান করেন ঢাকার বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম শাহীন। কম্পিউটর প্রদান উপলক্ষে গৌরনদী রিপোটার্স ইউনিটি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের সম্পাদক ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে কম্পিউটর প্রদান অনুষ্ঠানে কম্পিউটর দাতা বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম শাহীনের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহীনের প্রতিনিধি গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, বিএনপি নেতা হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ ভুইয়া, সরকারি গৌরনদী করেজে ছাত্রদলের অহবায়ক সোহানুর রহমান, যুগ্ম আহবায়ক জসিম শরীফ, যুবদল নেতা আব্দুল মান্নান, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, মোঃ চুন্নু, বাদল, নাভিল, ইমরান, রাসেল মামুন, ফারুক।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী২৪ ডটকমের প্রতিষ্ঠাতা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাধারন সম্পাদক এস, মিজান, যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, দপ্তর সম্পাদক পপলু খান।

আলোচনা শেষে বরিশাল -১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক জহির উদ্দিন স্বপনের পক্ষে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম শাহীনের তরফ থেকে বদিউজ্জামান মিন্টু সাংবাদিক নেতৃবৃন্দের হাতে কম্পিউটার তুলে দেন।