ভোলার বোরহানউদ্দিনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ই-ফাইলিং প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের এ টু আই বিভাগের উদ্যোগে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে অংশগ্রহণকারীদেও মাঝে সনদপত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।
ওই দুইদিন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন উপজেলা সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান হাওলাদার।
ভারপ্রাপ্ত ইউএনও মো. বশির গাজী জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ই-ফাইলিং একটি গুরুত্বপূর্ণ অংশ। কোন কাগজের ব্যবহার ছাড়াই জনগণ প্রতিটি সরকারী দপ্তরের তত্ত¡,তথ্য এবং সেবা একটি ক্লিকের মাধ্যমে পেয়ে যাবেন। এত সময় বাঁচার পাশাপাশি ভোগান্তিও দূর হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।