ভোলার বোরহানউদ্দিনে ১৬ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ২৫ একর জমি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে দৈহিক দূরত্ব বজায় রেখে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ১৬ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে জমির দালিলিক কাগজপত্র তুলে দেন।
ইউএনও(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, দালিলিক কাগজপত্র তুলে দেয়ার আগেই ১৬ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে উপজেলার চরলতিফের ২৫ একর জমি মেপে সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেয়া হয়েছে।
ওই সময় মুক্তিযোদ্ধা, মুত্তিযোদ্ধা পরিবার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।