প্রকাশ: ১৯ জুন ২০২০, ১৯:১৪
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী হিন্দু পাড়া সংলগ্ন জায়গায় পাহাড় ধ্বসে এক বসতবাড়ি বিলিন হয়ে গেছে।এতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার প্রত্যেক্ষদর্শী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা ফরিদুল আলম বাপ্পী জানান,১৯ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৮ টার দিকে হিন্দুপাড়া সংলগ্ন মৃত রমজান আলীর বসতবাড়িতে আকস্মিক পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।
এতে রমজান আলীর স্ত্রী ছারা খাতুন( ৬০), কন্যা রেহেনা বেগম( ২৮) ও ছেলে নুরুল ইসলাম (১৮) আহত হয়।আহতদের উদ্ধার করে স্থানীয়রা ক্লিনিকে চিকিৎসা দিচ্ছে।পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী পাহাড় ধ্বসে বসতবাড়ি বিলিন হওয়ার কথা শুনেছেন বলে জানান।