প্রকাশ: ১৮ জুন ২০২০, ৫:৫
গাজীপুরে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ডিসটিলারিস অ্যান্ড কেমিকেল লিমিটেড নামের কারখানায় এ অভিযান চালানো হয়। র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল টঙ্গীর মিলগেট এলাকার ডিসটিলারিস অ্যান্ড কেমিকেল লিমিটেড কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।