ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১৫ টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় সুফিয়া বেগম (৬০) নামে একজন আহত হয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের কে পূর্নবাসন করা হবে। তাৎক্ষণিক ভাবে নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।