অনিয়মের অভিযোগে রাস্তা নির্মাণ বন্ধ করে দিল উপজেলা প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১৫ই জুন ২০২০ ১১:১৬ অপরাহ্ন
অনিয়মের অভিযোগে রাস্তা নির্মাণ বন্ধ করে দিল উপজেলা প্রকৌশলী

সরাইল অরুয়াইল সড়ক প্রকল্পের রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে  উপজেলা প্রকৌশলী।সরাইল-অরুয়াইল সড়ক প্রকল্পের ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশলী নিলুফার ইয়াসমিন।রাস্তায় আর্বজনা রোলার করার আগে নিম্নমানে প্রাইম কোট করার অভিযোগে সোমবার  সকাল সাড়ে ১০টার দিকে উচালিয়ার পাড়ার চৌরাস্তায় সরাইল উপজেলা এল জি ই ডি প্রকৌশলী নিলুফার ইয়াসমিন রাস্তাটির কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় কয়েকজন বলেন, পুরাতন রাস্তা ভেঙে সেগুলোর সামগ্রী নতুন  রাস্তায়সচ ব্যবহার করা হচ্ছে। এছাড়া নিয়ম বহির্ভুত ভাবে  রাস্তার কাজে ৭৫ শতাংশ বালি ও শতাংশ খোয়া ব্যবহার করা হচ্ছে।হাসপাতাল মোড়ের ফার্নিচার  কমিটির সদস্যরা অভিযোগ করে বলেন, রাস্তা নির্মাণে যেসব মালামাল  ব্যাবহার করা হচ্ছে তা একেবারেই নিম্নমানের।

এই রাস্তার কাজ তদারকীতে কর্মকর্তাদের গাফলতি আছে বলেও স্থানীয়রা  অভিযোগ করেন।সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, আমি প্রকৌশলীকে পাঠিয়েছি।  খোঁজ-খবর নিয়ে রাস্তার বিষয়ে কোন অনিয়ম মানা হবে না।