করোনা টেস্টের রিপোর্ট আসার পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।খালিদ মাহমুদ বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ কি-না এজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় রিপোর্ট আসবে। এরপর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তার বয়স হয়েছিল ৭৫ বছর।শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শেখ মো. আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারাল।প্রধানমন্ত্রী বলেন, শেখ আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।