সরাইলে বিদ্যুত নিয়ে ফেইসবুকে বোমা ফুটালেন গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ১৩ই জুন ২০২০ ১১:০৫ পূর্বাহ্ন
সরাইলে বিদ্যুত নিয়ে ফেইসবুকে বোমা ফুটালেন গ্রাহক

ব্রাক্ষণবাড়িয়া সরাইল বিদ্যুত নিয়ে মাহবুবুর রহমান বকুল তার ফেসবুকের লেখাটি হুবুহু  দেওয়া হল।প্রসংগ- বিদ্যুত ।সরাইল বাসীর একজন বিদ্যুত গ্রাহক হিসাবে বলছি।প্রতিদিন বার বার প্রতিবার কারনে অকারনে বিদ্যুত এর আসা যাওয়ার রং খেলায় চরমভাবে বিপর্যস্ত আমরা বিদ্যুত এর সাধারন গ্রহকগন। এ ব্যাপারে উপজেলা প্রসাশনের,  উর্ধ্তন কর্তৃপক্ষ বিদ্যুত এর দৃষ্টি আকর্ষন করা হইলেও কোন প্রকার কাজে  আসছেনা বিদ্যুত  গ্রাহকদের।

এ ছাড়া এলাকাতে আছেন জনপ্রতিনিধি সম্মনিত  উপজেলা চেয়ারম্যান মহোদয়, মাননীয় এম পি মহোদয়, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আপনারাও আমাদের মত ভুক্তভোগি কি না, জানি না। কারন আপনাদের বাসায় আই পি এস থাকতে পারে সেইজন্য বিদ্যুত এর আসাযাওয়ার রং খেলা না ও বুঝা যেতে পারে।

আর জাতির বিবেক সাংবাদিক ভাইদের উল্লেখ করার কারন হল সরাইলের বিদ্যুত নিয়ে খুব একটা লেখা লেখি হয় না। আমার জানামতে দুই একজন ছাড়া অন্য কাহারও লেখা নজরে আসে না। আর যাদের লিখা নজরে আসে বেশির ভাগ ভুক্তভোগিদের। বিষয়টির প্রতি নজর না দিলে বিদ্যুত বিভাগ কর্তৃক সরকারের ভাবমূর্তি নষ্টকে প্রশ্রয় দেয়া হবে।