বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে হিজলার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের আর্থিক ভাবে স্বচ্ছতা আনায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম ইনিউজ৭১কে জানান, " শেখ হাসিনার উপহার আশ্রয়নের অধিকার" এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান এর নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়নে বসবাসকারীদের আর্থিক স্বচ্ছতা আনায়নের জন্য ও আশ্রয়নের জমির সর্ব্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করা। সেই লক্ষ্যে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
৮ জুন সোমবার দুপুরে তিনি সরেজমিনে পুকুরটি পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে পুকুরটিতে মাছ চাষের জন্য উপযোগী করতে প্রস্তুতিমুলক কাজও শুরু করেন। প্রকল্পটির মাঝখানে অবস্থিত পুকুরটি মাছ চাষের এক সম্ভাবনাময় স্থান। পুকুরটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলে এখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার অনীল চন্দ্র দাস, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল কুদ্দুস, নাজির মোঃ ওয়াদুদ মুন্সি, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রুহুল আমিন খান এবং উক্ত আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোঃ জসিম সহ আশ্রয়ন প্রকল্পের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হরিনাথপুর ইউনিয়নের টুমচর আশ্রয়ন প্রকল্পে যেসব পরিবার হাঁস-মুরগি পালন করে, সেখানে হাঁস-মুরগির টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে নতুন করে হাঁস-মুরগি পালনেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও ধুলখোলা ইউনিয়নের কুঞ্জুপট্টি আশ্রয়ন প্রকল্পে শাক-সবজি চাষের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এ প্রকল্পে আম, লেবু ও পেয়ারা চারা রোপণের স্থান প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো জানান, আশ্রয়ন বাসিন্দাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ও আয় বর্ধক কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে। আশ্রয়নে বসবাসকারী পরিবারের আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করাই উপজেলা প্রশাসনের মূল লক্ষ্য। তাকে এই কার্যক্রমে কারিগরি সহায়তা করবেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা। এই কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।