প্রকাশ: ৮ জুন ২০২০, ২৩:৪৮
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের শুরু থেকে বিভিন্ন বাহিনী বা সংস্থার সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এই যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্তদের মধ্যে এখনো পর্যন্ত দুই হাজার ৫৭ জন আক্রান্ত হয়েছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু সেনাবাহিনীর সাবেক বর্তমান সদস্যরা নন, সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। এদিকে সেনাবাহিনীর ১৮৮ জনের পরিবারের সদস্যও হয়েছেন আক্রান্ত। সব মিলিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৭৮৮ জন।
আজ পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ১০ হাজার ৩৭৮ জন, পরিবারবর্গ দুই হাজার ১২০ জন এবং বেসামরিকসহ অন্যান্য চার হাজার ৬৫৩ জন সদস্যসহ মোট ১৭ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রণীত সব স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।