প্রকাশ: ৮ জুন ২০২০, ২১:৪২
আগামী (২০২০-২১) অর্থবছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এবারের বাজেট ৩ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর বাজেটের পরিমাণ ছিল ৩২৮ কোটি ২২ লাখ টাকা।
এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিদের কার্যালয়ে ২১ ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহের অনুমোদন দেয়া হয়।সোমবার (৮ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠকে এই বাজেট অনুমোদন দেয়া হয়।