প্রকাশ: ২ জুন ২০২০, ২:৪০
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেন, কাউন্টার মামলা নিলে ন্যায়বিচার নিভৃতে কাঁদে, আগের ওসি যাওয়ার আগ মুহূর্ত পযর্ন্ত তাহা করে নাই।ওসি টিটো একজন বিচক্ষণ অফিসার ছিলেন,ন্যায় বিচারের স্বার্থে কোনো সময়ই তিনি মিথ্যা বা কাউন্টার মামলা নেননি।
একজনকে তার প্রতিপক্ষ তাকে আঘাত করেছে, পক্ষ মামলা করেছে প্রতিপক্ষও মামলা করেছে। তখন আর আঘাতহত ব্যক্তিরা বিচার পেল না, এই মামলা নেওয়ার কারণে ন্যায় বিচার নিভৃতে কাঁদে। আগের ওসি থানার আমূল পরিবর্তন করেছিল,আমাদের দুর্ভাগ্য একটি ঘটনাকে কেন্দ্র করে,সরাইল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক ঠাকুর গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত মাসিক আইন শৃঙ্খলা সভায় এ কথাগুলো বললেন।
সরাইল উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর আরোও বলেন,কয়েক দিন আগেও সরাইলে করোনায় আক্রান্ত কোন রোগীছিল ছিল না, ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এ রোগ নিয়ে এসেছে। বর্তমানে আপনারা জানেন সরাইলে ৮-১০ জন রোগী যারা আছে, তারা সবাই বাহির থেকে করোনায় আক্রান্ত হয়ে এসেছে। বিশেষভাবে কাপড়ের দোকান থেকে এ ভাইরাস ছড়ানো সম্ভাবনা বেশি, সরকারের আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে কাপড়ের দোকান খুলতে হবে। করোনা ভাইরাস যাতে আর ছড়ায়তে না পারে,প্রশাসন জনপ্রতিনিধিওসাংবাদিক সহ সকলে এক সাথে কাজ করার আহবান করলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভৃমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা ভাইস- চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।