প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ১৯:৪৭
নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ারের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি আহত হলে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, এএসপি শামিম আনোয়ার সড়কে যানবাহন থেকে অবৈধভাবে টাকা তোলার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে দুইজনকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন লোক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
অন্যদিকে, পৌরসভার সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর দাবি করেন, তিনি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় ইজারা নিয়েছেন এবং বৈধভাবে টাকা তোলার কাজ করছেন। কিন্তু এএসপি শামিম আনোয়ার বারবার তাদের বাধা দিচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের দুইজন কর্মীকে আগেও জেলে পাঠানো হয়েছিল এবং শনিবারও আমাদের লোকজনকে আটক করতে গিয়েছিলেন তিনি। যদি আমাদের কাজ করতে না দেয়া হয়, তাহলে সরকারকে দেয়া টাকা ফেরত দিতে হবে।
তবে শামিম আনোয়ার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বৈধ কাজ বাধাগ্রস্ত করিনি। বরং অবৈধভাবে টাকা তোলার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করি। আমি জানাই, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সড়কে কোনো প্রকার টোল বা চাঁদা তোলা নিষিদ্ধ। এই কথার পরই তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, হামলাকারীরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং গালিগালাজ করতে থাকে। উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার।
উল্লেখ্য, সম্প্রতি সড়কে চাঁদাবাজি বন্ধে “জিরো টলারেন্স” ঘোষণা দিয়েছিলেন এএসপি শামিম আনোয়ার। তিনি ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে যেকোনো সময় হামলার শিকার হতে পারেন। তার সেই আশঙ্কাই শনিবার বাস্তবে পরিণত হলো।