শনিবার, ৪ অক্টোবর, ২০২৫২০ আশ্বিন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চলছিল লিবিয়ায় আরও লোক পাচারের চেষ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুন ২০২০, ৬:৪৪

শেয়ার করুনঃ
  চলছিল লিবিয়ায় আরও লোক পাচারের চেষ্টা
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। সোমবার ভোরে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। মিথ্যা প্রলোভনে তাদেরও লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা চলছিল।

জানা যায়, হাজী কামাল ১০ বছর ধরে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে কয়েকটি দেশের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপে লোক পাঠাত। তার এ চক্রে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বেশ কিছু দালাল। এর মধ্যে দেশের দালালদের কাজ ছিল- ইউরোপে উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ভাগিয়ে আনা। এর পর তাদের অবৈধভাবে নৌপথ এবং দুর্গম মরু পথ দিয়ে লিবিয়ায় পাচারে সহায়তা করে বিদেশি দালালরা। শুধু তাই নয়, সেখানে নিয়ে জিম্মি করে চালানো হয় বিভিন্ন নির্যাতন। পরে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। এতে করে মিথ্যা স্বপ্নের প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন ভুক্তভোগীরা। কেউ কেউ জীবনের তরে হারাচ্ছেন প্রিয়জন। গত ২৮ মে রাতে লিবিয়ার মিজদা শহরে নিহত ২৬ বাংলাদেশির অনেকেই হাজী কামালের মাধ্যমে ওই দেশে পাড়ি দিয়েছিলেন। এমন তথ্যপ্রমাণের ভিত্তিতেই র‌্যাব কামালকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, লিবিয়ায় হত্যাকা-ের পর নিহত ও আহতদের পরিবারের অভিযোগ ছিল- সবাই হাজী কামালকে মুক্তিপণের টাকা দিয়েছিলেন। তার পরও অনেকে তাদের সন্তানদের ফেরত পাননি। হাজী কামালকে গ্রেপ্তারের সময় পাওয়া ডায়েরিতেও টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানায় র‌্যাব। এ বিষয়ে দুপুরে র‌্যাব ৩-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান বলেন, ‘মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ১০ বছর ধরে এ অপরাধের সঙ্গে কামাল সম্পৃক্ত আছে বলে নিজেই স্বীকার করেছে। সংঘবদ্ধ এ চক্রটি বিদেশি চক্রের যোগসাজশে অবৈধভাবে বাংলদেশিদের বিভিন্ন দেশে পাঠায়।’

আরও

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন হবে নবম জাতীয় বেতন কাঠামো

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন হবে নবম জাতীয় বেতন কাঠামো
র‌্যাব-৩ অধিনায়ক বলেন, ‘হাজী কামাল পাচারকারী চক্রের অন্যতম মূলহোতা। সে এ পর্যন্ত অবৈধভাবে প্রায় ৪০০ বাংলাদেশিকে লিবিয়ায় পাঠিয়েছে। লিবিয়া ছাড়াও সে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবৈধ পথে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে। এ ছাড়া কামাল একজন টাইলস্ কন্ট্রাক্টর। তাই অনেক টাইলস শ্রমিকের সঙ্গে তার জানাশোনা। এ সুযোগে তাদের মিথ্যা প্রলোভনে বিদেশে পাঠানোর জন্য প্রলুব্ধ করে বলেÑ তোমরা তো দেশে বসে ৫০০-৭০০ টাকা আয় করো। কিন্তু লিবিয়াতে গেলে তোমরা প্রতিদিন ৫-৬ হাজার টাকা আয় করতে পারবে। এ ছাড়া লিবিয়াতে টাইলস মিস্ত্রিদের অনেক চাহিদা। যাওয়ার আগে এক লাখ টাকা দিতে হবে, বাকি ৪ লাখ টাকা সেখানে যাওয়ার পর দিলেই হবে। এভাবেই পাতা ফাঁদে ফেলে শ্রমিকদের বিদেশে পাঠাত হাজী কামাল। এর পর সেখানে অবস্থান করা অন্য পাচারকারী দলের সদস্যরা ভিকটিমদের জিম্মি করে অতিরিক্ত টাকা দাবি, এমনকি শারীরিক নির্যাতন করে। নির্যাতনের সেই ভিডিও তাদের পরিবারের কাছে পাঠিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এমনকি সরাসরি মোবাইল ফোনে ভিডিওকল দিয়েও নির্যাতনের দৃশ্য পরিবারকে দেখাত। যাতে প্রিয়জনকে বাঁচাতে পরিবারের সদস্যরা পাচারকারী দলের চাহিদামতো টাকা দিতে বাধ্য হন। আবার দালাল চক্র বা পাচারকারী দলের খপ্পরে পড়ে অবৈধ পথে সাগর-মহাসাগর পাড়ি দিতে গিয়ে কোনো কোনো শ্রমিকের সলিল সমাধিও হয়।’

এদিকে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাতে কমপক্ষে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রাণে বেঁচে যাওয়া এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে সক্ষম হয় দূতাবাস। ওই ঘটনায় তিনি কোনোমতে প্রাণে বেঁচে বর্তমানে এক হৃদয়বান লিবিয়ানের আশ্রয়ে আত্মগোপনে আছেন। দূতাবাসকে তিনি জানান, ১৫ দিন আগে বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে মানবপাচারকারীরা তাদের ত্রিপোলি শহরে নিচ্ছিল। পথে তিনিসহ মোট ৩৮ বাংলাদেশি মিজদাহ শহরে দুষ্কৃতকারীদের হাতে জিম্মি হন। পরে তাদের অত্যাচার ও নির্যাতনের একপর্যায়ে অপহৃতরা মূল অপহরণকারী লিবিয়ানকে হত্যা করে। এর জের ধরেই আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলি চালায় অন্য দুষ্কৃতকারীরা। এতে আনুমানিক ২৬ বাংলাদেশি নিহত হন, যাদের লাশ মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে। বাকি বাংলাদেশিরা হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার নিন্দা জানিয়ে বিচারের অঙ্গীকার লিবিয়া সরকারের: ২৬ বাংলাদেশিকে ঘৃণ্য হত্যাকা-ের কঠোর নিন্দা জানিয়েছে লিবিয়া সরকার। সেই সঙ্গে এটিকে কাপুরুষোচিত কাজ উল্লেখ করে হত্যাকারীদের বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এমনটিই জানানো হয়েছে। ঘটনা তদন্ত ও বিচারের বিষয়ে লিবিয়া সরকারের গৃহীত পদক্ষেপগুলোও নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারকে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
মাদারীপুরে ৩ মামলায় গ্রেপ্তার ২: লিবিয়ায় বাংলাদেশিদের পাচারে এবং হত্যার ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি এবং রাজৈর থানায় দুটি মামলা করেছে নিহত তিনজনের পরিবার। ওই তিন মামলায় আসামি করা হয়েছে ১৪ জনকে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে খুন হওয়া ২৬ বাংলাদেশির অধিকাংশই মাদারীপুরের বাসিন্দা।

আরও

টেলিগ্রাম ও বোটিম অ্যাপ বন্ধের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

টেলিগ্রাম ও বোটিম অ্যাপ বন্ধের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের
জানা গেছে, লিবিয়ায় নিহত ও মানবপাচারের শিকার মাদারীপুর সদরের দুধখালঅ গ্রামের মো. শামীম হাওলাদারের বাবা হালিম হাওলাদার বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে দালাল নজরুল মোল্লার স্ত্রী দিনা বেগমকে। তবে দালাল নজরুল মোল্লা এখন লিবিয়াতে আছে। মামলা দায়েরের দিন রবিবার রাতেই দিনা বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া।

অন্যদিকে একই ঘটনায় নিহত রাজৈরের জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার বাদী হয়ে দালাল জুলহাস সরদারসহ চারজনের নামে মানবপাচার আইনে মামলা করেন। এ ছাড়া রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের নিহত রহিম খালাসির ভাই আবু খায়ের খালাসি বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। এতে জুলহাস সরদারসহ সাতজনকে আসামি করা হয়েছে।

রাজৈর থানার ওসি শওকত জাহান বলেন, ‘মানবপাচারের ঘটনায় রাজৈর থানায় দুটি মামলাতেই দালাল জুলহাস আসামি। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে সে করোনা পজিটিভ হওয়ায় পুলিশি হেফাজতে মাদারীপুর সদর হসাপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছে।’
 

সর্বশেষ সংবাদ

১০বছর পূর্তিতে আবাবিল আয়োজন করবে 'হৃদয়ের মাহফিল'

১০বছর পূর্তিতে আবাবিল আয়োজন করবে 'হৃদয়ের মাহফিল'

হিলি স্থলবন্দর পরিদর্শনে বিভাগীয় কমিশনার রফতানি বৃদ্ধির আহ্বান

হিলি স্থলবন্দর পরিদর্শনে বিভাগীয় কমিশনার রফতানি বৃদ্ধির আহ্বান

মহিপুরে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহিপুরে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

নরসিংদীতে চাঁদাবাজি রোধে প্রতিবাদ, সহকারী পুলিশ সুপারের ওপর হামলা

নরসিংদীতে চাঁদাবাজি রোধে প্রতিবাদ, সহকারী পুলিশ সুপারের ওপর হামলা

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে টেলিগ্রাম ও বোটিম বন্ধ!

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে টেলিগ্রাম ও বোটিম বন্ধ!

সাত জেলায় বন্যার পূর্বাভাস, বাড়ছে নদীর পানি

সাত জেলায় বন্যার পূর্বাভাস, বাড়ছে নদীর পানি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ

শারদীয় দুর্গাপূজা উদযাপনে সম্প্রীতির আহ্বান তারেক রহমানের

শারদীয় দুর্গাপূজা উদযাপনে সম্প্রীতির আহ্বান তারেক রহমানের

নভেম্বর থেকে টিসিবির পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য

নভেম্বর থেকে টিসিবির পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য

এ সম্পর্কিত আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন হবে নবম জাতীয় বেতন কাঠামো

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন হবে নবম জাতীয় বেতন কাঠামো

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে, তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে নিজেদের মেয়াদকালেই নবম জাতীয় বেতন কাঠামো গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৬ সালের শুরুতে—জানুয়ারি, মার্চ বা এপ্রিলের মধ্যে নতুন পে-স্কেল কার্যকর হতে পারে। এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ২৭

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল জাতিসংঘে রোহিঙ্গা সংকট আলোচনায়

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল জাতিসংঘে রোহিঙ্গা সংকট আলোচনায়

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেছে। এ সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন, যার মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও ছিলেন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হওয়া এ সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকটের

এস আলম গ্রুপের অভিযুক্তদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিচ্ছে দুদক

এস আলম গ্রুপের অভিযুক্তদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিচ্ছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অর্থ লুটপাটের অভিযোগের তদন্ত চলছে এবং অভিযুক্তদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক মহাপরিচালক বলেন, “আমরা আইন অনুযায়ী এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছি। যারা দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে আইনের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে র‍্যাব প্রস্তুত: মহাপরিচালক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে র‍্যাব প্রস্তুত: মহাপরিচালক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রধান এ কে এম শহিদুল রহমান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখতে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। র‍্যাব ডিজি বলেন, সরকারবিরোধীরা নির্বাচন বানচালের জন্য ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে। তবে সেসব

যে কোনো সময় আওয়ামীলীগের কার্যক্রম সচল : ড. ইউনূস

যে কোনো সময় আওয়ামীলীগের কার্যক্রম সচল : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের রেজিস্ট্রেশনও স্থগিত হয়নি। শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে গ্লোবাল টাইমস অনলাইনের (জিটিও) সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, “কার্যক্রম স্থগিত হওয়ায় তারা রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন করতে পারবে না। তবে দল হিসেবে