পিরোজপুরের নেছারাবাদে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইদ উপহার হিসেবে তুলে দেয়া হল মুরগী,সেমাই,দুধ,পোলারচাল,চিনি,পিয়াজ ও তেল।শনিবার সকালে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১টি ওয়ার্ডে হিন্দু মুসলিম ১২০টি পরিবারের হাতে এ ইদ সামগ্রী দেয়া হয়।
পৌরসভার ১নং ওয়ার্ড ইউনিটির উদ্যেগে ইদকে সামনে রেখে এমন আয়োজন সাধারন মানুষের মধ্য প্রশংসা কুড়িয়েছে বলে জানাগেছে।উপহার বিতরনে সার্বিক পরিচালনায় ছিলেন, সমাজ সেবক শশাঙ্ক রঞ্জন সমদ্দার,সহকারী অধ্যক্ষ মাহমুদুর রহমান খান, এ্যাডভোকেট কমল কৃষ্ণ আচার্য্য, মো: রফিকুল ইসলাম প্ররমুখ।করোনায় কর্মহীন হয়ে পড়া নিরান্দ মানুষের মাঝে ইদের আনন্দ বিলেয়ে দিতে এমন ব্যাতিক্রমী উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন সুধী সমাজের মানুষ।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।