প্রকাশ: ৯ মে ২০২০, ০:২২
শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নে ভিজিএফ’র চাল থেকে বঞ্চিত হচ্ছে পেশাদার জেলেরা। প্রকৃত জেলে নয় কিন্তু জেলে কার্ড রয়েছে এমন অনেকেই ভিজিএফ’র চাল পাচ্ছে। পদ্মা নদীতে কখনও মাছ শিকার করেনি এমন অনেকেরই জেলের কার্ড রয়েছে। আবার ভিন্ন পেশার মানুষদের দেয়া হচ্ছে জেলেদের ভিজিএফ’র চাল। এমন হযবরল অবস্থার মধ্যে ঘরিসার ইউনিয়ন সহ নড়িয়া উপজেলার জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম চলছে। স্থাণীয় জেলেদের অনেকেই অভিযোগ করেছেন কার্ডধারীরা অনেকেই প্রকৃত জেলে নয়। অন্য পেশার সাথে যুক্ত সচ্ছল ব্যাক্তিদের নামেও রয়েছে জেলে কার্ড।
প্রকৃত অনেক জেলে রয়েছে যাদের নামে কোন জেলে কার্ড হয়নি তারা বঞ্চিত হচ্ছে ভিজিএফ’র চাল থেকে। ভিজিএফ’র চাল বিতরণের সময় কার্ড না থাকলেও প্রকৃত জেলেরা এসে ভীড় করছে জেলে চাল নেয়ার জন্য। আবার অনেককেই দেখা গেছে জেলে কার্ড নিয়ে হাজির হয়েছে এদেরকে চালের টোকেন দেয়া হয়নি। জেলে কার্ডের নাম নিয়ে এমন অব্যবস্থাপনার বিষয়ে মৎস্য কর্মকর্তা ও চেয়ারম্যান পরস্পরকে দোষারোপ করছেন। সরকার প্রকৃত জেলেদের তালিকা প্রনয়নের মাধ্যমে ভিজিএফ’র চাল বিতরণ করার কথা বললেও তা মানা হচ্ছে না।
স্থানীয় চেয়ারম্যান,মেম্বররা ভোটের রাজনীতির স্বার্থে প্রকৃত জেলেদের বাদ দিয়ে নিজেদের পছন্দ মত লোককে ভিজিএফ’র চাল বিতরণ করছেন বলে একাধিক অভিযোগ রয়েছে।