প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৬:১১
চলতি বছরের চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
তিন বিজ্ঞানী পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে অসামান্য গবেষণার জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর নিজের উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া থেকে বিরত থাকে।
এই প্রক্রিয়া মানবদেহকে অটোইমিউন রোগ থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন, শরীর যেন নিজের কোষ বা টিস্যুকে শত্রু মনে করে আক্রমণ না করে, সেটিই পেরিফেরাল ইমিউন টলারেন্সের মূল উদ্দেশ্য। গবেষণায় দেখা গেছে, এই প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট হলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ-১ ডায়াবেটিসসহ নানা অটোইমিউন রোগ দেখা দিতে পারে।
নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, তিন বিজ্ঞানীর এই আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের গবেষণার ফলে ভবিষ্যতে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণে রেখে জটিল রোগের চিকিৎসা পদ্ধতিতে বড় অগ্রগতি ঘটবে বলে মনে করা হচ্ছে।
এই পুরস্কারের অংশ হিসেবে মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি প্রত্যেকে একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন। একাধিক পুরস্কারজয়ী থাকায় এই অর্থের পরিমাণ তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারমূল্যে এ অর্থের পরিমাণ প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা।
প্রতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি চিকিৎসা ও মানবস্বাস্থ্যের গবেষণায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
এ ছাড়া পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স, শান্তিতে নোবেল ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবং সাহিত্য ও অর্থনীতির পুরস্কার ঘোষণা করে সুইডিশ একাডেমি।
বিশ্বজুড়ে বিজ্ঞানী সমাজ মনে করছে, এই তিন গবেষকের অবদান ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে অটোইমিউন রোগ প্রতিরোধে নতুন আশা জাগাবে এবং মানবজীবনকে আরও সুস্থ, নিরাপদ ও দীর্ঘায়ু করতে সহায়তা করবে।