সরাইল রিপোর্টার্স ইউনিটির প্রশংসায় সাংসদ সাত্তার ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ৮ই মে ২০২০ ০৮:০৩ অপরাহ্ন
সরাইল রিপোর্টার্স ইউনিটির প্রশংসায় সাংসদ সাত্তার ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নানা কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে রিপোর্টার্স ইউনিটির প্রশংসা করলেন স্থানীয় সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সরাইল সদরে উচালিয়াপাড়া মোড় এলাকায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয় আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ প্রশংসা করেন। এসময়ে সাংসদের সঙ্গে ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংসদের পুত্র  মাইনুল ইসলাম তুষার, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব, বিএনপি নেতা আবু সুফিয়ানসহ কয়েকজন দলীয় নেতা-কর্মী।এদিকে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংসদ উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে অভ্যর্থনা জানান সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন। 

পরিদর্শনে এসে সাংসদ সাত্তার ভূঁইয়া আরও বলেন, রিপোর্টার্স ইউনিটির সদস্যরা সরাইলে সাংবাদিকতায় নতুনধারার এক পরিবেশ সৃষ্টি করেছে। তাদের বস্তুনিষ্ঠ লিখনিতে সমাজের নানা উন্নয়ন ও সমস্যার কথা উঠে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের কথাও তারা লিখছে, করোনা পরিস্থিতিতে সংবাদ পরিবেশনে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সত্যিই তাদের ভূমিকা প্রশংসার দাবিদার।