প্রকাশ: ৬ মে ২০২০, ২৩:৫২
মাদারীপুরের কালকিনিতে মোঃ মহিউদ্দিন হাওলাদার নামের একজন আম ব্যবসায়ীকে ৭৫থহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ওই ব্যবসায়ী আমে ফরমালিন মেশানোর দায়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এ জরিমানা করেন। এসময় ২থহাজার কেজী অপরিপক্ষ কাচা আম জব্দ করে তা ধ্বংশ করা হয়। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, পৌর এলাকার মজিদ বাড়ি (ভূরঘাটা) বাজারের পাইকারি (আড়ত) ব্যবসায়ি মোঃ মহিউদ্দিন হাওলাদ তার আমের আরত মাহিয়া ফল ভান্ডারে অপরিপক্ষ কাচা আম এনে তাতে ফরমানিল মেশান। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মাদারীপুর র্যাব-৮ এর সহযাগীতায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ির আরতে প্রায় ১থহাজার কেজী কাচা আম পাওয়া যায়। পরে তাকে ৭৫থহাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে মেসার্স মুন্সি ফল ভান্ডারের মালিক মোঃ এমদাত হাওলাদার অভিযানের খবর পেয়ে তার আরত বন্ধ করে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার দোকানের তালা ভেঙ্গে ভিতরে গেলে সেখানেও ফরমালিন মেশানো ১থহাজার কেজী অপরিপক্ষ আম পাওযা যায়। পরে তাদের দুই জনের আরতের প্রায় ২থহাজার কেজী আম উদ্ধার করে তা ধ্বংশ করা হয়। মেসার্স মুন্সি ফল ভান্ডারের মালিক মোঃ এমদাত হাওলাদারের দোকান সিলগালা করে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ৭৫থহাজার টাকা জরিমানা করা হয়। এবং সেখান থেকে ২ হাজার কেজী আম ধ্বংশ করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।