প্রকাশ: ৬ মে ২০২০, ২০:২৮
দিন যতো গড়াচ্ছে, সড়ক-মহাসড়ক ততই স্বাভাবিক হতে শুরু করেছে। শুধু যাত্রীবাহী বাস ছাড়া সড়কে এখন সবধরনের যানবাহনই চলছে।(৬ মে) সকালেও সড়কে প্রচুর যানবাহন দেখা গেছে। কোথাও কোথাও যানজটও ছিলো। মূলত সরকার অঘোষিত লকডাউন শিথিলতার পথে হাঁটার পরই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও দেশে দিন দিন করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়েই চলছে।
নগরের আব্দুল্লাহপুর, গাবতলী ও যাত্রাবাড়ী এলাকায় দেখা গেছে, গাড়ির প্রচুর চাপ। কার, হাইয়েস মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা করেই ঢাকায় প্রবেশ করছে মানুষ। সেই গাড়ির ভেতরে শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নেই। গাদাগাদি করে যাত্রী নিয়ে আসছে এসব যানবাহন। অনায়াসে রাজধানীতে প্রবেশ করছে প্রচুর মানুষ।