প্রকাশ: ৬ মে ২০২০, ২০:২
সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন, পাশাপাশি তাদের থেকেও যাতে রোগীরা সুরক্ষিত থাকেন সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও রোগী নিরাপদে থেকে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘ডক্টরস সেফটি চেম্বার’-চালু হয়েছে।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু করা হয়েছে।সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে একজন চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয়, থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক ও বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে।