আজ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আড়াই হাজার বছরেরও আগে আজকের এই তিথিতে মহামতি গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এই পূর্ণিমা রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেন। আর এই রাতেই গৌতমবুদ্ধের মৃত্যু হয়েছিল। বৌদ্ধ সম্প্রদায় এই তিথিকে ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করে।