পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনির ডাসারে ফারুক হাওলাদার নামে এক অসহায় মাছ চাষীর দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে মিনার কাপ মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এতে করে তার দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ বিষয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর এলাকার মেলকাই গ্রামের মতলেব হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার পার্শবর্তী বালীগ্রাম এলাকার কলম খায়ের কাছ থেকে দুইটি পুকুর লিজ নেন। সেই পুকুর দুটিতে ফারুক হাওলাদার মিনার কাপ মাছের চাষ করেন। কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে পুকুর দুটিতে রাতের আধাঁনে বিষ প্রয়োগ করে একদল দৃর্বৃত্তরা। এতে করে পুকুর দুটির সমস্ত মিনার কাপ মাছ মরে গিয়ে ভেসে ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী মাছ চাষী ফারুক হাওলাদার উপজেলার ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী ফারুক হাওলাদার বলেন, আমি কিস্তিতে টাকা এনে পুকুর দুইটি লিজ নিয়ে মাছ চাষ করেছিলাম। কিন্তু আমাকে শেষ করে দিলো দুর্বৃত্তরা। আমি এখন কিভাবে বাঁচবো।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, এ বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।