প্রকাশ: ৫ মে ২০২০, ২১:৫৩
করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম রুবেল (২০)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের মালভিটাপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রুবেল একই ইউনিয়নের খালকাচাপাড়া গ্রামের ফজল করিমের ছেলে।
জানা গেছে, দুই-তিন মাস আগে ইয়াবা সেবনে বাধা দেয়ার ঘটনায় লাদেন, মাহবুবসহ মাদকসেবীরা রুবেলের ওপর হামলা করে তার ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।পরে এ ঘটনায় রুবেল বাদী হয়ে নুরুল ইসলাম, লাদেনসহ পাঁচজনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ করেন।