শরীয়তপুরে নতুন করে শনাক্ত হওয়া চার রোগীর মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে শরীয়তপুর জেলায় নতুন করে চার ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের এক ব্যক্তি ছিলেন। সম্প্রতি তিনি গোপনে নারায়ণগঞ্জ থেকে আলাওলপুর নিজ বাড়িতে এসেছিলেন। স্থানীয়ভাবে সংবাদ পাওয়ার পর জেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে গত ১ মে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।