প্রকাশ: ৩ মে ২০২০, ২০:২৪
করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে দেশের কারাগারগুলোতে ভিড় কমাতে প্রায় তিন হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আজ রবিবার ৩৮৫ জন মুক্তি পাচ্ছেন। গতকাল শনিবার থেকে প্রায় ৩ হাজার বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে কারা অধিদপ্তর।তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দিদের আজ রবিবার মুক্তি দিতে ইতিমধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছে দিয়েছে কারা অধিদপ্তর।কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (বন্দি ও পরিসংখ্যান) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে আশা করছি।