সরাইলে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো রিপোর্টার্স ইউনিটি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ৩রা মে ২০২০ ১১:০১ পূর্বাহ্ন
সরাইলে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো রিপোর্টার্স ইউনিটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। শনিবার (২ মে) বিকেলে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার-এর অর্থায়নে করোনায় কর্মহীনদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিল চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, ছোলা ইত্যাদি।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত চার দিনে ভিপি হাসান সারোয়ারের ব্যক্তিগত অর্থায়নে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এক হাজার পাঁচ'শত  কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। শনিবার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনিটির সভাপতি মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান রকিব, অর্থ সম্পাদক মোছা. রোজিনা বেগম প্রমূখ।

ইনিউজ ৭১/ জি.হা