প্রকাশ: ২ মে ২০২০, ৫:১৭
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় দির্ঘদিন ধরে চলা জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। বিরোধপূর্ণ জমির মিমাংসা না হওয়ায় দিন দিন বাড়ছে গ্রুপিং, হামলা,মামলা ও ষড়যন্ত্রের ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে দু’গ্রপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ।
তারা আরোও জানান, গত ২৯ ফেব্রুয়ারী মো.হাসিব (১৫) নামের স্থানীয় এক কিশোরকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ওই মোছলেউদ্দিন এর ছোটভাই ভুয়া সাংবাদিক আল-আমিন ও তার খালাতো ভাই মটর চালক ইমন, নাহিদসহ অন্যান্যরা আটক করে মারধর করে ষড়যন্ত্র করে পুলিশে ধরিয়ে দেয়। এবং এ মাদক আমরা (আলমগংরা) দিয়েছে বলেও তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি করার চেষ্টা চালায়। এদিকে মোছলেহ উদ্দিনের দাবী ওই ইয়াবা আমার ঘরে রেখে আমাকে ফাঁসাতে চেয়েছিল প্রতিপক্ষরা।
স্থানীয়রা জানান, এমন পরিস্থিতি চলমান থাকলে যে কোন মুহুর্তে আবুগঞ্জ বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াতে পারে উভয় গ্রুপ। এছাড়াও মোছলেহ উদ্দিন বাজার সংলগ্ন ৫৬শতাংশ জমি বিক্রি করে পূণরায় ওই জমির নামে আদালতে টাকা দাখিল করে এলাকার মানুষকে ভোগাচ্ছেন বলেও অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা আব্বাস উদ্দিন।