প্রকাশ: ২ মে ২০২০, ১:৫৭
মাদারীপুরে ইজিবাইক চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে শহরের স্থানীয় সাংসদ শাজাহান খানের বাসার সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, সরকারি ত্রাণ সহযোগিতার পাশাপাশি সড়কে ইজিবাইক চালকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। চালকদের ওপর পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে।
ঘন্টাব্যাপী চলা সড়ক অবরোধে অংশ নেয় শতাধিক ইজিবাইক চালক। এ বক্তরা জানায়, সড়কে ইজিবাইক নিয়ে বের হলেই পুলিশ তাদের ওপর অমানবিক নির্যাতন করেন। চাবি নিয়ে যাওয়া, তার কেটে দেওয়া, লাঠি দিয়ে পিটানোসহ নানা অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।
শফিকুল নামে আরো এক ইজিবাইক চালক বলেন, ‘আমাগো রাস্তায় বাইরাইতে না কইবো, আমরা বাইরামু না। ওয় আমাগো চালাইতে দিবে, নয়তো খাবার দিবে? পুলিশের অত্যাচারে আমরা গাড়ী চালাইতে পারি না। আমরা এখন পর্যন্ত কোন সরকারি ত্রাণ পাই নাই। ইজিবাইক চালাই বইলা কি আমাগো কোন পেট নাই? পেট চালাইতে হইলে করোনা হোক আর যাই হোক রাস্তায় আইতেই হইবে।’