সাভারে পোশাক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় এক জরুরি বৈঠক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (০২ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদ ভবনের হল রুমে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জানান, সাভারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৈঠক থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামীকাল থেকে পোশাক কারখানাগুলোকে বিশেষ নজরদারীর আওতায় আনা হবে। সরকার বা বিজিএমইএ নির্দিশনা মোতাবেক কারখানাগুলোতে শিল্পাঞ্চলের শ্রমিক দিয়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন চালাতে হবে। অন্যথায় উধ্বর্তনদের সাথে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও পুলিশ কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
প্রসঙ্গত, সাভারে গতকাল (০১ মে) ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় ৮ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিত পাওয়া যায়। এই ৮ জনের সাতজনই সাভারের উলাইলের তিন পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।