প্রকাশ: ২ মে ২০২০, ১৯:৩৯
করোনাভাইরাসের সংকট একটি বৈশ্বিক সংকট, এ সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পোশাক শিল্পের মালিকদের পাশে সরকার রয়েছে, মালিকরা আশা করি শ্রমিকদের পাশে থাকবে।ওবায়দুল কাদের আজ শনিবার সকালে তার সরকারি বাসায় ব্রিফিংকালে এসব কথা বলেন।
ইনিউজ ৭১/ জি.হা