প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১৫:৫১
কক্সবাজারের রামুতে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ ওরফে খোরশেদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। যিনি মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ।মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবারবাগান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত আব্দুর রশিদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।
কিছুক্ষণ পর গোলাগুলি থামলে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ, ইয়াবা, মোটরসাইকেল এবং অস্ত্র পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।