বোরহানউদ্দিনে ভোক্তা অধিকারের অভিযানে ৮ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২০ ০৫:৪২ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ভোক্তা অধিকারের অভিযানে ৮ ব্যবসায়ীর জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে অধিক মুনাফায় ভোগ্যপণ্য বিক্রি কারার অপরাধে ৪ ব্যবসায়ী ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করে ইচ্ছামাফিক পণ্য বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীসহ ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার মনিরাম ও কুঞ্জেরহাট বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহামুদুল হক  থানা পুলিশের সহায়তায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে অর্থদন্ড করেন। ওই সময় তিনি অধিক মুনাফায় ভোগ্য পণ্য বিক্রি করার প্রমাণ পাওয়ায় ইউসুফ খলিফাকে ৩ হাজার, মো. হাসনাইনকে ৩ হাজার, নিরব হোসেনকে ৫ হাজার ও আবু মিয়াকে ১ হাজার  টাকা জরিমানা করেন। 

এছাড়া দোকানে বাধ্যতামূলক মূল্যতালিকা রাখার নির্দেশ অমান্যে দোকানদার বাদল চন্দ্র দেকে ৩ হাজার, আ. মালেক ফরাজীকে ১ হাজার, মো. জসিমউদ্দিনকে ৩ হাজার,তারকনাথ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করেন। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহামুদুল হক  জরিমানার কথা স্বীকার করে জানান, পবিত্র মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ওই সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব