প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ১৯:৩২
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সড়ক মেরামত কার্যক্রম শুরু হওয়ায় চলতি সপ্তাহে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আসন্ন সফরের আগে স্থানীয় সওজ কার্যালয় দ্রুততম সময়ে মেরামতকাজ শুরু করেছে। তবে ইট ও বালুর স্তূপের কারণে সড়কের মাঝখানে যান চলাচল প্রায় বন্ধ অবস্থায় পৌঁছেছে।