জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২০ ০১:২৪ অপরাহ্ন
জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সোমবার রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান দেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।২০১৮ সালের ১৯ জুন সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

ইনিউজ ৭১/ জি.হা