লিফ‌টের নি‌চ থে‌কে উদ্ধার চিকিৎসকের মর‌দেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২০ ১২:২৪ অপরাহ্ন
লিফ‌টের নি‌চ থে‌কে উদ্ধার চিকিৎসকের মর‌দেহ

বরিশাল শের-ই-বাংলা‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ও প্লা‌স্টিক সার্জারি বিভা‌গের সি‌নিয়র কনসাল‌ট্যান্ট ডা. এম এ আজাদ (সজল) এর মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর কালীবা‌ড়ি রো‌ডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফ‌টের নি‌চ থে‌কে উদ্ধার ক‌র করা হয়।ঘটনাস্থল থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসি মো. রাসেল সত্যতা নিশ্চিত করেছেন।