প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১৭:২৯
ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শতাধিক কর্মহীন গণপরিবহন শ্রমিকরা।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।এসময় শ্রমিকরা সড়কে বসে তিন দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ ও গণপরিবহনের মালিকপক্ষের আশ্বাসে প্রায় আধাঘন্টা সড়কে অবস্থানের পর সরে যায় শ্রমিকরা।