প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ২:৫৮
করোনাভাইরাস পরিস্থিতি প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত, অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ও পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখার কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল নগরীর বিভিন্নস্থানে জেলা প্রশাসনের পৃথক তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এ সময় জরিমানার ভয়ে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে পালিয়ে যান।
অন্যদিকে নগরীর কাঠপট্টি, লাইন রোড, পেঁয়াজপট্টি, চকেরপুল, বাজার রোড, নাজিরের পুল ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এর নেতৃত্বাধীন টিম। অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. আতাউর রাব্বি নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বেশকিছু প্রতিষ্ঠানকে আরো ৮ হাজার টাকা জরিমানা করাসহ মাস্ক বিতরণ ও সাধারণ মানুষকে সতর্ক করেন।