করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি কর্মহীন মধ্যবিত্ত, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পাঠানো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী চুনতির বিভিন্ন এলাকায় এমপির পক্ষে ৪০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রীগুলো বিতরণ করেন লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু।বিতরনকালে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, লোহাগাড়া ছাত্রলীগ সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, আবু হুরাইরা জুয়েল, সফিউল আজম জুয়েল,ফাহাদ,মুহিদ,তজ্জলি,মুনতাছির, মারুফ,ইসমাইল,রাফি প্রমুখ।
উল্লেখ্য, সাংসদের নিজস্ব তহবিল থেকে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় একটি পৌরসভাসহ সাতকানিয়া-লোহাগাড়ার ২১ ইউনিয়নের ২২ হাজার দুঃস্থ-দরিদ্র পরিবার এবং এক হাজার আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এসব ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ চলমান রয়েছে।