শরীয়তপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে এপ্রিল ২০২০ ০৩:৫৯ অপরাহ্ন
শরীয়তপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে চাঁদাবাজি মামলার গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। সোমবার ২৭ এপ্রিল সকাল ৯ টায় আঙ্গারিয়া এলাকা থেকে চেয়ারম্যান আনোয়ার হাওলাদারকে গ্রেফতার করেন মামলার তদন্ত অফিসার উপ-পরিদর্শক রূপুকর। 

মামলা সুত্রে জানা যায়, মামলার বাদী ঠিকাদার মামুনের সাইড ম্যানেজার মজিবর সরদার ও তার ভাই এমদাদ সরদারকে চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের হুকুমে ১০ এপ্রিল  মারপিট করে গুরুতর আহত করে এবং ঠিকাদারের কাছে চাঁদা দাবী করেন। এই ঘটনায় চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে হুকুমের আসামী করে মোট ১৪ জনকে আসামী করে মো. মতিউর রহমান মামুন নামে এক ঠিকাদার ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ এনে ১৬ এপ্রিল পালং মডেল থানায় এই মামলা দায়ের করেন। 

পালং মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা রূপকর বলেন, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান চাঁদাদাবিতে সরকারি খাল খননে বাধা প্রদান করে। পরবর্তীতে চেয়ারম্যান লোকজন নিয়ে ঠিকাদারের লোকজনকে মারধর করে। এই বিষয়ে মামলা হয়েছে। ওই মামলার প্রধান আসামী আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব