প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১৯:২৩
করোনা পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতাল সম্পূর্ণ রূপে প্রস্তুত। স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই এটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (২৭ এপ্রিল) আইসিসিবি প্রাঙ্গণে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন এ কথা জানান।
এখন যদি হস্তান্তরের পর তাদের কোনো কিছু পছন্দ না হয়, তাহলে এটিকে পুনর্বিন্যাস করে চালু করতে আরও সময় লেগে যাবে। হাসপাতালটিতো জরুরি ভিত্তিতে দরকার। আমরা চাচ্ছি দ্রুত হস্তান্তর করে দিতে।এদিকে এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম বলেন, আমাদের ২ হাজার বেড লক্ষ্যমাত্রার মধ্যে ১ হাজার ৭০০ বেড বসে গিয়েছে। বাকিগুলো আজকের মধ্যেই হবে। বৃষ্টির কারণে কিছু কাজ পিছিয়েছে, তবে সেগুলো হাসপাতালের মূল কাঠামোর বাইরের কিছু কাজ। স্বাস্থ্য অধিদপ্তর চাইলে একটা তারিখ নির্ধারণ করে বুঝে নিতে পারে।