ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত শিশুর ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। রবিবার সকালে তিনি শিশুর বড়িতে খাদ্রসামগ্রী পৌঁছে দেন। এছাড়া ওই বাড়ির লকডাউনে থাকা অন্যান্য ঘরেও খাদ্যসামগ্রী দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
ইউএনও মো. বশির গাজী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্যসামগ্রী এলাকায় অবস্থানরত ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশনায় করোনা আক্রান্ত শিশুর বাড়িতে পৌঁছে দিয়েছি।
খাদ্যসামগ্রীর মধ্যে আছে ৩০ কেজি চাল, ৫ কেজি তৈল, ৫ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ৫ কেজি আলু, ১ কেজি সুজি, ২০০ গ্রাম গুড়া দুধ ও ২৫০ গ্রাম খেজুর। এছাড়া লকডাউনের আওতায় ওই বাড়ির অপর ৫ টি ঘরেও খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে ওই শিশুর নমুনা রিপোর্ট করোনা পজেটিভ হওয়ার সংবাদ পাওয়া যায়। এরপর থেকে সে বাড়িতে আইসোলেসনে আছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।