হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষ করলেন পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৬শে এপ্রিল ২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষ করলেন পৌর মেয়র

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।

রবিবার তিনি তৃতীয় দফায় পৌরসভার এক,দুই ও তিন নাম্বার ওয়ার্ডের সাড়ে ৪ শত দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শেষ করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীও ওই কার্যক্রমে অংশ নেন। 

পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান,করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১০ মেট্রিক টন চাল পাওয়া গেছে। ওই চালের সাথে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫ মেট্রিক টন আলু, ১ মেট্রিক টন ডাল, ১ মেট্রিক টন পিঁয়াজ, ১ মেট্রিক টন লবন, ১ হাজার লিটার সোয়াবিন তেল, ২ হাজার সাবান যোগ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র তত্ত্বাবধানে দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ওই সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. সোহেল সহ ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য এর আগে আরো দুই দফায় একই ধরণের প্যাকেজ ২ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ নিয়ে ৩ হাজার পরিবার খাদ্য সহায়তা পাচ্ছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব